চাঁদপুরে বাসে আগুন

প্রথম পাতা » চট্রগ্রাম » চাঁদপুরে বাসে আগুন
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



চাঁদপুরে বাসে আগুন

চাঁদপুর শহরের তালতলা এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে যাত্রীবাহী একটি বাস।

শনিবার (৬ জানুয়ারি) সকালে পার্কিং করা অবস্থায় আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসের সিট, জানালা এবং গ্লাস পুড়ে যায়। আগুনে বাসের হেলপার আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাস চালককে আটক করেছে পুলিশ।

বাস চালকের দাবি, সহকারী খোকন মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিলেন। সেই মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলম শেখ জানান, এরইমধ্যে বাস চালক বিপ্লবকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

বাস পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিবহন মালিক সমিতির সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি জানান, নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এ চক্রকে চিহিৃত করে আটকের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১৩:২৯   ৩২ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



আর্কাইভ