সোমালিয়ায় ১৫ ভারতীয়সহ জাহাজ হাইজ্যাক, উদ্ধারে যাচ্ছে রণতরী

প্রথম পাতা » আন্তর্জাতিক » সোমালিয়ায় ১৫ ভারতীয়সহ জাহাজ হাইজ্যাক, উদ্ধারে যাচ্ছে রণতরী
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



সোমালিয়ায় ১৫ ভারতীয়সহ জাহাজ হাইজ্যাক, উদ্ধারে যাচ্ছে রণতরী

আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছ থেকে ১৫ ভারতীয় ক্রু-সহ লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। জাহাজটি উদ্ধারে ইতিমধ্যেই ঘটনাস্থলে একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে থেকে এই পণ্যবাহী জাহাজটিকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম ‘এমভি লিলা নরফোক’। তবে কারা এই অপহরণ কাণ্ডের পেছনে রয়েছে, তা এখনও জানা যায়নি।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি উদ্ধারে ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই-কে।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, অপহৃত জাহাজটিকে পর্যবেক্ষণের জন্য নজরদারি এয়ারক্র্যাফ্টও মোতায়েন করা হয়েছে। জাহাজের ক্রু সদস্যদের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা গিয়েছে।

নৌবাহিনীর জানিয়েছে, এদিন ভোর থেকেই তাদের একটি পি৮আই সামুদ্রিক টহলদারি বিমান, অপহৃত জাহাজটির উপরে টহল শুরু করেছে। বিমানটি থেকে জাহাজে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। অপহরণকারীদের সঙ্গে কথা বলে, ভারতীয় ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে, ওই এলাকার অন্যান্য দেশের নিরাপত্তা সংস্থা এবং বহুদেশীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রসঙ্গত, লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানে হামলা ব্যাপকহারে বেড়েছে। এই এলাকায় একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে।

গত মাসে, আরব সাগরের কাছে লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা এক ট্যাঙ্কার জাহাজ, এমভি কেম প্লুটো-তে ড্রোন হামলা হয়েছিল। সেই জাহাজটিতেও ২১ জন ভারতীয় ছিলেন ক্রু সদস্য হিসেবে। এমভি কেম প্লুটো ছাড়াও, ভারতের উদ্দেশে রওনা হওয়া আরও একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারের উপরও একই দিনে দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলা হয়েছিল। এর ফলে সমুদ্র বাণিজ্যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বেড়েছে ভারতের।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪১   ৩৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ