পতাকা উত্তোলন, র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন করেছে শরীয়তপুর জেলা ছত্রলীগ।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালেয় কেক কাটা হয়। কেক কাটা শেষে জেলা ছাত্রলীগের আহবায়ক মহসীন মাদবরের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ।
এর আগে সকালে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে র্যালি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩০:০১ ৩৬ বার পঠিত