সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয়ে সিরিজ সমতা ফেরায় স্বাগতিকরা। ফলে মঙ্গলবার (২ জানুয়ারি) সিরিজ নির্ধারণি ম্যাচে পরিণত হয়েছিল তৃতীয় ম্যাচটি। তবে শেষ ম্যাচে আবারো জয় তুলে নিয়ে সিরিজটা নিজেদের করে নেয় নবী-নাভিনরা।
সিরিজ নির্ধারণি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক আরব আমিরাত। তবে শুরু থেকেই আফগান বোলারদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে। এছাড়াও আলি নাসির করেন ২২ বলে ২১ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানের সংগ্রহ পায় আরব আমিরাত।
আমিরাতকে চেপে ধরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাভিন উল হক এবং কায়েস আহমদ। নাভিন ৪ ওভারে ২০ রানে নেন ৪ উইকেট। আর কায়েস ৪ ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট। এছাড়াও আজমতুল্লাহ ওমরজাই পেয়েছেন ২ উইকেট।
অল্প রানের জবাব দিতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে আফগানিস্তান। ওপেনিং জুটি থেকে আসে ৩০ রান। প্রথম উইকেটে গুরবাজ আউট হওয়ার পর জারদানকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন জাজাই। মূলত এই দুই পার্টনারশিপ-ই আরব আমিরাতকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
এরপর দ্রুত চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আফগানিস্তান। তবে শেষ দিকে নাজিবুল্লাহ জাদরানের ১৩ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংসে ৪ উইকেট ও ৯ বল হাতে রেখেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। পাশাপাশি সিরিজটাও নিজেদের করে নেয় তারা।
আরব আমিরাতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জুনায়েদ সিদ্দিক। ৩.৩ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। বাকিরা একটি করে উইকেট পেয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন আফগান বোলার নাভিন উল হক।
বাংলাদেশ সময়: ১০:১৩:০৬ ৩৭ বার পঠিত