জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির প্রতীক ‘জুলিও কুঁরি’ পদক প্রাপ্তির ৫০ তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও ৭১এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মুন্সি মো: আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর হিল্টু, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭:২০:৫৭ ৫৪ বার পঠিত