বছরের প্রথম দিন জানা গেল রাকুলের বিয়ের খবর

প্রথম পাতা » ছবি গ্যালারি » বছরের প্রথম দিন জানা গেল রাকুলের বিয়ের খবর
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



বছরের প্রথম দিন জানা গেল রাকুলের বিয়ের খবর

শিগগিরই বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি। তাদের প্রেমের কথাও কারও অজানা নয়। রীতিমতো ঘোষণা দিয়েই প্রেম করছেন এ জুটি। এদিকে নতুন বছরে তাদের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ পাচ্ছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে বিয়ে করতে চলেছেন এ জুটি।

ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, রাকুল ও জ্যাকির বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন। এই মুহূর্তে রাকুল ও জ্যাকি থাইল্যান্ডে রয়েছেন। বিয়ের অনুষ্ঠানের আগে নতুন বছরের ছুটিটা ফুরফুরে মেজাজে কাটাতে চান তারা।

এর আগে ২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি ভাগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।

সম্প্রতি রাকুল জ্যাকির জন্য একটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, এই জন্মদিনে এবং প্রতিদিন আমি কামনা করি যেন তুমি যা চাও তাই পাও জীবনে।’

কমল হাসানের সাথে ইন্ডিয়ান ২-এ দেখা যাবে রাকুলকে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ববি সিমহা, প্রিয়া ভবানী শঙ্কর প্রমুখ। এটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়েল। এতে কমল হাসান একজন বয়স্ক মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে জ্যাকি তার পরবর্তী প্রযোজনা ‘বাড়ে মিয়া ছোটে মিয়াঁ’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। জাফর পরিচালিত চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়, টাইগার, সোনাক্ষী সিনহা এবং পৃথ্বীরাজ সুকুমারন। এটি আসন্ন ঈদে মুক্তি দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০২   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ