ভোটের দিন ইন্টারনেট নিয়ে সুখবর

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভোটের দিন ইন্টারনেট নিয়ে সুখবর
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



ভোটের দিন ইন্টারনেট নিয়ে সুখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সব কটি অপারেটরের ইন্টারনেট স্পিড ফুল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেললে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কতগুলো ভোটকেন্দ্র নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের যত মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবই ফুল স্পিডে চালু থাকবে।’

ভোটের দিন ইন্টারনেটের গতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি স্লো হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানানো হবে জানিয়ে মো. জাহাংগীর আলম বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।’

বাংলাদেশ সময়: ১৪:২৬:৫৩   ৪০ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ