স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের গড়ে তোলার প্রত্যয় খুদে শিক্ষার্থীদের

প্রথম পাতা » ছবি গ্যালারি » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের গড়ে তোলার প্রত্যয় খুদে শিক্ষার্থীদের
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের গড়ে তোলার প্রত্যয় খুদে শিক্ষার্থীদের

বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা কোটি প্রাণ। উচ্ছ্বাস স্পর্শ করেছে শিক্ষক ও অভিভাবকদেরও। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় খুদে শিক্ষার্থীদের।

সোমবার (০১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উৎসব অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। তবে জাতীয় নির্বাচনের কারণে মাধ্যমিক স্তরের জন্য শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করছে না। স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিদ্যালয়গুলোতে বই উৎসব পালন করা হচ্ছে।

মিরপুরে সম্মিলিত বই উৎসব আয়োজনে বাউল গান, কবিতা ছাড়াও ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

নতুন বছরের প্রথম দিন। সকাল হতে না হতেই খুদে শিক্ষার্থীদের হাতে রঙিন মলাটের নতুন বই। সাথে ছিল বর্ণিল আয়োজনও। বই উৎসবে অংশগ্রহণ করতে পেরে তাই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতারা।

নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী

রাসারাবছরের হাজারো অপেক্ষার অবসান ঘটিয়ে হাতে এসেছে নতুন পাঠ্যবই। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা তাই খুদে শিক্ষার্থীরাও।

আছে নানা পেশায় নিয়োজিত হওয়ার স্বপ্ন তাদের। তবে দেশের তরে অবদান রাখার প্রত্যয়ও আছে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের খুদে কারিগরদের কণ্ঠেও।

বাংলা ভাষার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় তাদের মাতৃভাষায় রচিত বইও।

নিজেদের শিক্ষার্থী ও সন্তানদের হাতে নতুন বই দেখে আবেগাপ্লুত শিক্ষক ও অভিভাবকরা। তারাও ফিরে যান হাজারো স্মৃতিমাখা নিজেদের শৈশবে।

শিক্ষার্থী ও সন্তানদের হাতে নতুন বই দেখে আবেগাপ্লুত শিক্ষক ও অভিভাবকরা, তারাও ফিরে যান হাজারো স্মৃতিমাখা নিজেদের শৈশবে। ছবিটি ভিডিও থেকে নেয়া

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর প্রত্যাশা,

নতুন কারিকুলামে শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে তারা।

এবার প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে মোট ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ শিক্ষার্থী মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি নতুন বই পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:২৩   ২৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ