আজ সোমবার, ১ জানুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৮৮: সালের এই দিনে যুক্তরাজ্যের লন্ডন থেকে দ্য টাইমস পত্রিকার প্রকাশনা শুরু হয়।
১৭৮৯: সালের এই দিনে কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮০৩: সালের এই দিনে ল্যাতিন আমেরিকার দেশ হাইতি স্বাধীনতা ঘোষণা করে। হাইতি ল্যাটিন আমেরিকার প্রথম স্বাধীনতা ঘোষণাকারী দেশ।
১৮০৯: সালের এই দিনে কলকাতার “ব্যাংক অফ ক্যালকাটার নাম পরিবর্তন করে ‘বেঙ্গল ব্যাঙ্ক’ রাখা হয়।
১৮১৮: সালের এই দিনে লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চৌদ্দজন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৮২৪: সালের এই দিনে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়।
১৮৪৬: সালের এই দিনে কৃষ্ণনগরে ‘কৃষ্ণনগর সরকারি কলেজ’ প্রতিষ্ঠিত হয়।
১৮৪৬: সালের এই দিনে বারাসতে ‘বারাসত সরকারি বিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়।
১৮৭১: সালের এই দিনে মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।
১৮৮০: সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘সি.আই.এ’ উপাধি লাভ করেন।
১৮৯০: সালের এই দিনে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন।
১৯১৫: সালের এই দিনে ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯১৫: সালের এই দিনে ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯২৩: সালের এই দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।
১৯৫০: সালের এই দিনে দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় রূপান্তরিত হয়।
১৯৭১: সালের এই দিনে মার্টিন কোম্পানির হাওড়া-আমতা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
১৯৭৩: সালের এই দিনে মার্কিন সাম্রাজ্যবাদী সরকার হাজার হাজার বোমা নিক্ষেপ করে র্নিবিচারে গণহত্যা চালিয়ে স্তব্ধ করে দিতে চেয়েছিলো অকুতোভয় ভিয়েতনামী জনতার মুক্তি সংগ্রাম, এই পৈশাচিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা নগরীর বুকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছিলো তৎকালীন মার্কিন সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে, শান্তিপূর্ণ শ্লোগান মুখর মিছিলের ওপর হামলা চালায় সরকারি ঠেঙাড়ে বাহিনী। শহীদ হয় ছাত্র ইউনিয়নের দুজন সাহসী যোদ্ধা -মতিউল ইসলাম ও মীর্জা কাদের। আহত হন অনেকে।
১৯৭৫: সালের এই দিনে ‘হলদিয়া তৈল সংশোধনাগার’ থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
জন্ম
১৮৯০: সালের এই দিনে ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক প্রেমাঙ্কুর আতর্থী জন্মগ্রহণ করেন।
১৮৯৪: সালের এই দিনে ভারতীয় বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস) জন্মগ্রহণ করেন।
১৯০৩: সালের এই দিনে বাংলাদেশি কবি ও লেখক জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন।
১৯১১: সালের এই দিনে বাংলাদেশি চিকিৎসক মোহাম্মদ ইব্রাহিম জন্মগ্রহণ করেন।
১৯১৪: সালের এই দিনে বাঙালি সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ জন্মগ্রহণ করেন।
১৯২০: সালের এই দিনে বাংলাদেশি যন্ত্রবাদক, সংগীত পরিচালক ও সুরকার ধীর আলী মিয়া জন্মগ্রহণ করেন।
১৯৩০: সালের এই দিনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা এ.কে. খন্দকার জন্মগ্রহণ করেন।
১৯৩০: সালের এই দিনে বাংলাদেশি শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন জন্মগ্রহণ করেন।
১৯৩৫: সালের এই দিনে একুশে পদক প্রাপ্ত বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন।
১৯৪৪: সালের এই দিনে বাংলাদেশি রাজনীতিবিদ এবং ২০তম ও ২১তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ জন্মগ্রহণ করেন।
১৯৫৬: সালের এই দিনে বাংলাদেশি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৫৬০: সালের এই দিনে ফরাসি কবি ও সমালোচক জোয়াকিম ডু বেল মৃত্যুবরণ করেন।
১৭১৬: সালের এই দিনে ইংরেজি নাট্যকার ও কবি উইলিয়াম উইচারলি মৃত্যুবরণ করেন।
১৭৯৩: সালের এই দিনে ইতালীয় চিত্রশিল্পী ও শিক্ষিকা ফ্রান্সেসকো গার্ডি মৃত্যুবরণ করেন।
১৮৮১: সালের এই দিনে ফরাসি কর্মী লুই আগস্টে ব্লানকুই মৃত্যুবরণ করেন।
১৮৯৪: সালের এই দিনে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্টজ মৃত্যুবরণ করেন।
১৯২১: সালের এই দিনে বাঙালি সাহিত্য সমালোচক সুরেশচন্দ্র সমাজপতি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১০:৫৭:৩৯ ৩৩ বার পঠিত