রাজকুমার হিরানির ছবি মানেই অনবদ্য গল্পে হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্যানভাস। তার সুপারহিট সিনেমা মুন্না ভাই। যে সিনেমার নতুন সিরিজের জন্য অনুরোধ এসেছে। তবে মুন্না ভাইতো (সঞ্জয় দত্ত) ক্যানসারের সঙ্গে লড়ছেন। তবে কী সম্ভব মুন্না ভাই হয়ে আবার লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরতে?
রাজকুমার হিরানি পরিচালিত ২০০৩ সালের সিনেমা ‘মুন্না ভাই এমবিবিএস’। মুন্না ভাই চরিত্রে সঞ্জয় দত্ত এবং সার্কিট চরিত্রে আরশাদ ওয়ারসি-এর আইকনিক চরিত্রগুলো পুরো বিশ্ব জয় করে নিয়েছিল।
‘মুন্না ভাই এমবিবিএস’ এবং ‘লাগে রাহো মুন্না ভাই’ -এর পরে, ভক্তেরা তাদের জুটি সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসির জন্য মুন্না ভাই এবং সার্কিটকে ফের পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন।
রাজকুমার হিরানি বলেন, ‘মুন্না ভাইয়ের সঙ্গে আমার সবসময় লড়াই হয়েছে এই বিষয়টা নিয়ে। গত দুই বছর ধরে আমার কাছে পাঁচটা অর্ধেক লেখা চিত্রনাট্য পড়ে রয়েছে। আমার মনে হয় যে আমি যদি এই দুটি চলচ্চিত্রের পর্যায়ে নিয়ে যেতে না পারি, তবে আমি তৃতীয়টি আর করতে পারব না। আমার কাছে একটি গল্প আছে, যা তৈরি করা যেতে পারে। তবে কিছু গল্প পুরানো হয়ে গেছে। তাই কেবল সময়ই বলবে কী হবে।’
তিনি আরও বলেন, ‘আমার সবসময় সঞ্জু ভাইয়ের (সঞ্জয় দত্ত) সঙ্গে কথা হয়। ও আমায় বলেন এবার একটা বানানো উচিত। এবার ‘ডাঙ্কি’ শেষ হয়েছে। এবার পুরানো চিত্রনাট্যগুলো নিয়ে বসতে হবে। মন তো চায় একটা মুন্নাভাই তৈরি করতে। তবে কখন বানাতে পারব, সেটা এখনও জানি না। এই সিনেমা তো আমার জীবনের স্বপ্ন।’
রাজকুমার হিরানী ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) এবং ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত হিন্দি ছবির পরিচালক, চিত্রনাট্যকার এবং ফিল্ম এডিটর। তিনি মুন্না ভাই ‘এমবিবিএস’ (২০০৩), ‘লাগে রাহো মুন্না ভাই’ (২০০৬), ‘থ্রি ইডিয়টস’ (২০০৯), ‘পিকে’ (২০১৪) ও ‘সঞ্জু’ (২০১৮) এর জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:০৩ ৪৯ বার পঠিত