দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো অঘটন ঘটানোর চেষ্টা করা হলে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দোহার এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালাতে গিয়ে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘আমরা নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করেছি বলেই আজ ভোটারদের সঙ্গে দেখা করতে পারছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে কোনো অঘটন ঘটানোর চেষ্টা করা হলে আমরা ব্যবস্থা নেব। আগামী ৭ জানুয়ারি সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামী ৫ জানুয়ারি। তাই শেষ মুহূর্তে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। রাত আর দিনে সমানভাবে ব্যস্ত সময় পার করছেন নির্বাচনমুখী নানা দল আর স্বতন্ত্র প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মাঠে নামেন রাজধানীর জুরাইনে। করেন গণসংযোগ। আসছে নির্বাচনে মার্কা নয়, সৎ যোগ্য ব্যক্তি দেখেই রায় দেবে জনগণ–দাবি তার।
হালের জনপ্রিয় মুখ ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত নায়ক ফেরদৌস নৌকার পক্ষে প্রচারণা চালান রাজধানীর ধানমন্ডি, জিগাতলাসহ বিভিন্ন এলাকায়। ভোটারদের চমক দিতে তার সঙ্গে যোগ হয় রুপালি পর্দা কাঁপানো জনপ্রিয় শোবিজ তারকারা। এ সময় রাস্তার দুপাশে জড়ো হয় উৎসুক মানুষ। ঢাকা-১০-এর নৌকার নায়ক বলছেন, উন্নয়ন দিয়েই মানুষের ভালোবাসার জবাব দিতে চান তিনি।
এ ছাড়া রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে দিনের প্রচারণা শুরু করেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী বাহউদ্দীন নাছিম। ঢাকা-৫-এর নৌকার মাঝি হারুনর রশীদ মুন্না নানান প্রতিশ্রুতি দিয়ে কাছে টানার চেষ্টা করছেন ভোটারদের।
বাংলাদেশ সময়: ১৬:১১:১৯ ৫৫ বার পঠিত #নির্বাচন ২০২৪