ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আরিফ হাসান নামের এক মাদক কারবারিকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূরে আলম। আটককৃত আরিফ কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।
এর আগে ভোর রাতে পৌরসভার-দুর্গাপুর এলাকার শ্বশুর আনোয়ারুল হক শামসুর বাড়িতে পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরিফকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূরে আলম বলেন, আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ৭ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:০১:২৫ ৫৭ বার পঠিত