চরম অবস্থায় প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারি » চরম অবস্থায় প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



চরম অবস্থায় প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি

চরম অবস্থায় প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, এখন পর্যন্ত ২৫০ জনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে করা হয়েছে। এদের মধ্যে ১৫৯ জন ব্যাখ্যা দিয়েছে। বিদ্যমান আইনে ডিজিটাল মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কিছু করার সুযোগ নেই। তবে অন্য আইনে তা খতিয়ে দেখতে হবে।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশন বলেন, ৪২ হাজার ভোট কেন্দ্রের ভেতর ১০ হাজার ৩০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খসড়া তালিকা এসেছে। এখন এটি আরও বাড়তে পারে কি না তা চূড়ান্ত তালিকা পেলে জানা যাবে।

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন তারা। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জানায়, সারাদেশে ২৭টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১২   ৫২ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


উচ্চশিক্ষায় ৩টি মৌলিক গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি, চুক্তি স্বাক্ষর
বিশেষজ্ঞদের পরামর্শে দ্রুত চূড়ান্ত হবে প্রবাসীদের ভোট পদ্ধতি: সিইসি
বিদেশি বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন
সুইডিশ কোম্পানি নিলোর্ন জাপান অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে
মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযানে’র চট্টগ্রাম ত্যাগ



আর্কাইভ