প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান তৈমুরের

প্রথম পাতা » ছবি গ্যালারি » প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান তৈমুরের
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান তৈমুরের

নারায়ণগঞ্জে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে জানিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলার রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সময় এ আহবান জানান তৈমুর।

এ সময় সারা দেশের পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে কিছু কিছু জেলায় তার দলের নেতাকর্মীদের মারধর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তৈমুর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও গাড়িবহর নিয়ে দুপুর ১২টা থেকে চনপাড়ার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে গিয়ে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় সেখানকার বাসিন্দাদের কাছে ভোট চেয়ে তাদের নানা প্রতিশ্রুতিও দেন তিনি।

পরে সাংবাদিকদের তৈমুর আলম খন্দকার বলেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে মানুষের মধ্যে আতংক বিরাজ করে। আমার কর্মীদের মারধর করেছে, হুমকি দিয়েছে, রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলেছে। আমি ডিসি, এসপি ও প্রশাসনকে জানানোর পর তারা আমাকে আশ্বাস দিয়েছিলেন।

তৈমুর আলম বলেন, ডিসি, এসপির আশ্বাসে পরিস্থিতি আগের চেয়ে অনেক সহনীয় পর্যায়ে এসেছে। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন। তাদের ভয় দূর হচ্ছে। প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরে আসছে। এই অবস্থা থাকলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। এজন্য নারায়ণগঞ্জের ডিসি এসপি ও নির্বাচন কমিশনসহ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।

চনপাড়া প্রসঙ্গে তৈমুর আলম খন্দকার বলেন, এই চনপাড়া থেকে ঘোষণা করা হয় নৌকার প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর পোস্টার লাগবে না। আমার কর্মীরা পোস্টার লাগাতে আসলে এখানকার রীতা বাহিনী আমার তিন কর্মীকে মারধর করে বেঁধে রেখে। এক স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার সময় মুক্তিযোদ্ধাদের পর্যন্ত মারধর করেছে। প্রশাসনকে জানানোর পর তারা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে।

প্রশাসন অর্থ বিনিময় ও রাজনৈতিক প্রভাব বিস্তার ঠেকাতে পারলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এ আশা প্রকাশ করেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫৪   ৪৯ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ