শুধু আড়াইহাজার না সারা বাংলাদেশেই নির্বাচনী আমেজ চলে এসেছে।আমি মনে করি অতীতের সকল রেকর্ড ভেঙে জনজণ কেন্দ্রে ভোট দিতে যাবে বলে মন্তব্য করেছে আড়াইহাজার আসনের নৌকার মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আমরা সকল প্রার্থীরা সেই চেষ্টা করছি যাতে ভোটারা ভোট কেন্দ্রে আসেন । জনগনও ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার আসনে প্রতিদ্বন্ধি নেই এমনটা না। জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রতিনিধি এটা আমি বিশ্বাস করি। আমাদরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে সুষ্ঠ অবাদ নির্বাচনের এবং নির্বাচন কমিশিন সেই অনুযাই ব্যবস্থা নিয়েছে। এমন একটি নির্বাচন হওয়া দরকার যাতে জনগণের আস্থা থাকে। সেই লক্ষে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি, ভোটারদের কাছে যাচ্ছি। ভোটের জন্য তাদের আহ্বান জানাচ্ছি। অতীতে যদি আমি ভালো রেকর্ড করে থাকি তাহেলে আমি বিশ্বাস করি মানুষ কেন্দ্রে ভোট দিতে যাবে। এবং জণগনের ভোটে নৌকা জয়লাভ করবে।
প্রসঙ্গত, এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী একেএম শামীম ওসমান এমপি, লিয়াকত হোসেন খোকা, আবদুল্লা আল কায়ছার, জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান এমপি, তৃনমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার, সতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়াসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ
বাংলাদেশ সময়: ২৩:২২:২৯ ৩৭ বার পঠিত #নির্বাচন ২০২৪