নৌকায় ভোট চাইলেন নৌকার মাঝি ড. শিরিন শারমিন চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারি » নৌকায় ভোট চাইলেন নৌকার মাঝি ড. শিরিন শারমিন চৌধুরী
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



নৌকায় ভোট চাইলেন নৌকার মাঝি ড. শিরিন শারমিন চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

রবিবার (২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দিনভর পীরগঞ্জ সদর ইউনিয়নের ৮ টি পথ-সভায় সকাল ১১ টায় পীরগঞ্জ সদর ইউনিয়নের গঙ্গারামপুর, কাশিমপুর তেলি পাড়া, বরাইপাড়া, চককরিম, কেশবপুর, মিলনপুর, বাজিতপুরে পথ-সভা ও জনসংযোগ করেন। পথ-সভাগুলোতে স্বতঃস্ফূর্ত নারী ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। নৌকার মাঝি যেদিক দিয়ে যান রাস্তায় নারী পুরুষরা দাড়িয়ে দাড়িয়ে কথা বলেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা জনগণের প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক।

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। পীরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা করার লক্ষ্যে আগামী ৭ই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেওয়ার কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, জেলা আওয়ামী লীগ সদস্য জাহিদুল ইসলাম রুবেল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, পীরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক তিতাসসহ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সেচ্ছাসেবকলীগ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৭   ৩৪ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ