নিজস্ব সংবাদদাতা : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ২২শে মে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়।
পরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বেলকুচির রাজপথ চালা বাসস্ট্যান্ড থেকে মুকন্দগাতি যাত্রী ছাউনীর সামনে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস।
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক,
বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বেলকুচি উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি সেলিম সরকার, পৌর কাউন্সিলর সিপন আহাম্মেদ, বেলকুচি সদর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আল আমিন সিকদার, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত হাবিব সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৫৮:৪৮ ১৪৫ বার পঠিত #সিরাজগঞ্জ