সম্প্রসারিত সেবা নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) এ সার্ভিসের উদ্বোধন করা হয়।
এই মোবাইল অ্যাপসের মাধ্যমে নতুন হিসাব খোলা, বিভিন্ন হিসাবে ফান্ড ট্রান্সফার, কার্ড থেকে এ্যাড মানি, ইউটিলিটি বিল প্রদান ও মোবাইল রিচার্জ সেবার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনিয়োগ সুবিধাও নিতে পারবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এক্সেনটেক পিএলসির সিইও এবং এমডি মো. আদিল হোসেন নোবেল ও রেড ডট ডিজিটালের সিইও এবং এমডি হাসিব মুসতাবসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এসময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ অন্যকর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৬ ৪৯ বার পঠিত