বড় দিনের আগে ইউনাইটেডের ‘বড়’ হার

প্রথম পাতা » খেলা » বড় দিনের আগে ইউনাইটেডের ‘বড়’ হার
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



বড় দিনের আগে ইউনাইটেডের ‘বড়’ হার

ম্যানচেস্টার ইউনাইটেড যেন জিততেই ভুলে গিয়েছে। ফুটবলে জেতার জন্য গোল দরকার। ইউনাইটেড সেই গোল করতেই এখন রীতিমত সংগ্রাম করছে। শেষ ৪ ম্যাচ আর ৩৮১ মিনিট কোনো গোলই পায়নি রেকর্ড ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে গোল করতে না পারলেও গোল হজম তো বসে নেই। ওয়েস্ট হ্যামের কাছে হেরেছে ২-০ গোলের ব্যবধানে।

ব্যবধান কম হলেও ইউনাইটেডের বর্তমান অবস্থা বিবেচনায় এটা বেশ বড় এক হারই। লন্ডনের এই ম্যাচে জয় পেলে ইউরোপিয়ান স্পটের কাছাকাছি যেতে পারতো রেড ডেভিলরা। সেটা আর হচ্ছে না। অন্তত বড়দিনের আগে। লন্ডন স্টেডিয়ামে হারের পর তারা এখন আছে টেবিলের ৮ম স্থানে।

আগের ম্যাচেই অ্যানফিল্ডে উড়ন্ত লিভারপুলকে রুখে দিয়েছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ এরিক টেন হাগ জানিয়েছিলেন, লিভারপুলের বিপক্ষে পারলে, ওয়েস্ট হ্যামের বিপক্ষেও সম্ভব। কিন্তু, সেই আত্মবিশ্বাস কাজেই আসেনি।

অবশ্য ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে যতখানি খেলা হয়েছে, সেটা খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডই। বেশির ভাগ সময় বল ছিল তাদের দখলে। প্রথম ৪৫ মিনিটের একমাত্র শটও নিয়েছিল রেড ডেভিলরাই। সেটায় অবশ্য গোল হয়নি।

তবে দ্বিতীয়ার্ধে নড়েচড়ে বসে হ্যামার্সরা। ঘরের মাঠে আসা দর্শকদের যেন কিছু ফিরিয়ে দিতে চাইলো ডেভিড ময়েসের শিষ্যরা। স্বাগতিকরা যতই চড়াও হয়েছে, ইউনাইটেড ততটাই মিইয়ে গিয়েছে। ৭২তম মিনিটে লুকাস পাকেতার বাঁ পায়ে বাড়ানো বল নাগালে পেয়ে দারুণভাবে জালে জড়িয়ে দেন ওয়েস্ট হামের জেরড বোয়েন।

শটটি প্রথমে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানার হাতে বাধা পায়। কিন্তু ওনানা এবার ছন্দে নেই। সেটারই স্বাক্ষর দিলেন আবার। বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। আবারও বোয়েনের পা হয়ে বল যায় জালে। ওয়েস্ট হাম ব্যবধান দ্বিগুণ করে এর ছয় মিনিট পরই। এবারও গোলের উৎস পাকেতা। স্কোরলাইন ২-০ করেন ঘানার মিডফিল্ডার মোহাম্মদ কুদুস। বাকি সময়টা রেড ডেভিলরা চেষ্টা করেও গোলের দেখা পায়নি।

এই নিয়ে লিগের সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতেই হারল ইউনাইটেড। বর্তমানে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টেন হাগের শিষ্যরা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হাম আছে ষষ্ঠ স্থানে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০৭   ৩৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ