বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনের নৈপুণ্যে চ্যাম্পিয়ন ম্যানসিটি

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনের নৈপুণ্যে চ্যাম্পিয়ন ম্যানসিটি
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনের নৈপুণ্যে চ্যাম্পিয়ন ম্যানসিটি

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি- দুই দলের সামনেই প্রথমবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি ছিল। যে কারণে এই ফাইনালকে দুই ভিন্ন মহাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইও ভাবা হচ্ছিল। এবার সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে উড়িয়ে এই শিরোপা জিতেছে ম্যানসিটি।

এদিন দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ড না থাকায় আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের কাঁধে মূল দায়িত্বটা ছিল। সুযোগ লুফে নিয়ে জোড়া গোলে সেটাই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। জোড়া গোলের দিনে এক অ্যাসিস্টে জয়ের নায়ক তিনিই।

ম্যাচের মাত্র ৪০ সেকেন্ডেই দলকে লিড এনে দেন আলভারেজ। এরপর ম্যাচের ২৭তম মিনিটে ফ্লুমিনেন্সের অধিনায়ক নিনোর আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি।

বিরতি থেকে ফিরেও আধিপত্য বজায় রাখে সিটিজেনরা। ম্যাচের ৭২তম মিনিটে আলভারেজের পাসে বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান ফিল ফোডেন।

এরপর ম্যাচের একদম শেষ দিকে নিজের জোড়া পূরণ করেন আলভারেজ। ম্যাচের ৮৮তম মিনিটে বক্সের মাঝখান থেকে ডানপায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তরুণ।

বাংলাদেশ সময়: ১১:৫৪:২৩   ৪২ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ