আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে শঙ্কায় তৈমূর

প্রথম পাতা » ছবি গ্যালারি » আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে শঙ্কায় তৈমূর
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে শঙ্কায় তৈমূর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় আওয়ামী লীগের দুগ্রুপের অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার রূপসি এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের এই শঙ্কার কথা জানান তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে কাঞ্চন এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষের পর থেকে মানুষ ভয়ে আছে। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

তিনি বলেন, ‘সরকারি দলের লোকজন রাম দা ও দেশি-বিদেশি অস্ত্র নিয়ে যেভাবে নিজেদের মধ্যে খুনাখুনি, ধাওয়া-পালটা ধাওয়া ও রক্তপাত করেছে এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমি দেখি না।

বর্তমানে নির্বাচনের পরিবেশ কেমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার নিজের পক্ষে প্রচার প্রচারণায় বাধা দেয়া ও তার পোস্টার ছিঁড়ে ফেলাসহ নেতাকর্মীদের হুমকি-ধমকি দেয়ার অভিযোগও তোলেন সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এখন অপেক্ষায় আছি। দেখি তিনি কি করেন।’

এর আগে সকাল দশটায় কর্মীসমর্থকদের নিয়ে রূপসি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এসময় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করে তাদের কাছে ভোট চান।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৫   ৫৮ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ