চার দিনব্যাপী ‘দ্বিতীয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট- ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৭৮০ জন গলফার অংশগ্রহণ করবেন বলে আশা করা যায়। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, স্পন্সর, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৮ ৪২ বার পঠিত