বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্রগ্রাম » বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী

নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। ট্রেনে, বাসে এবং ট্রাকে আগুন দিচ্ছে। তবে আন্দোলন করলেও জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া ইদ্রিস পাটোয়ারী বাড়িতে উঠান বৈঠকে অংশ নিয়ে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলুফা বেগম।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘোষণা দিয়ে, দুজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌঁড়া-দৌঁড়ি করে নাশকতা করেন। অসহযোগ মানে নাশকতা নয়। যারা নাশকতা, সহিংসতা করে, যা যুদ্ধাপরাধী দোসর, তারা অসহযোগের মানেও বুঝে না। কারণ জনগণের তাদের সঙ্গে নেই।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৩৩   ৪১ বার পঠিত   #




চট্রগ্রাম’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



আর্কাইভ