নাচোর লাল কার্ড পাওয়ার ম্যাচে আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জিরোনা। দুইয়ের যোগফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট তাদের নামের পাশে।
আলাভেসের মাঠে লুকাস ভাসকেজের গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে অন্তিম সময়ে গিয়ে গোলের দেখা পায় তারা। তাতে নিশ্চিত হলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
বেতিসের বিপক্ষে ড্র করায় জিরোনা নেমে গেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ১৮ ম্যাচ শেষে রিয়ালের মতো তাদেরও ৪৫ পয়েন্ট। তবে রিয়ারের চেয়ে জিরোনা পিছিয়ে আছে গোল ব্যবধানে। লস ব্লাঙ্কোসদের গোল ব্যবধান ২৮ হলেও জিরোনার ক্ষেত্রে সংখ্যাটা ২১।
এদিন কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল সোসিয়েদাদ। ওসাসুনাকে ৩-২ গোলে হারিয়েছে মায়োর্কা। ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদের অবস্থান টেবিলের ছয়ে, বেতিস ২৮ পয়েন্ট নিয়ে আছে তার পরই। ১৫ পয়েন্ট নিয়ে কাদিজের অবস্থান ১৭ নম্বরে। ওসাসুনা ১২ ও মায়োর্কা আছে টেবিলের ১৪ নম্বরে।
বাংলাদেশ সময়: ১২:০৪:১৪ ৫৮ বার পঠিত