আজ ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন শেখ হাসিনা

প্রথম পাতা » ছবি গ্যালারি » আজ ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন শেখ হাসিনা
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



আজ ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে নির্বাচনী জনসভায় যুক্ত হবেন।

বুধবার (২০ ডিসেম্বর) দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১১   ৩৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক



আর্কাইভ