বাংলাদেশে ‘ডাঙ্কি’র টিকিট কখন মিলবে, জানালেন মামুন

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলাদেশে ‘ডাঙ্কি’র টিকিট কখন মিলবে, জানালেন মামুন
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশে ‘ডাঙ্কি’র টিকিট কখন মিলবে, জানালেন মামুন

চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো দুটি অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এবার নতুন সিনেমা ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হয়েছেন বলিউড বাদশা। যেটি বাংলাদেশেও মুক্তি পাবে।

বুধবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন নির্মাতা ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে অনলাইনে মিলবে ‘ডাঙ্কি’ সিনেমার টিকিট।

বাংলাদেশে ‘ডাঙ্কি’ সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এর আগে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছিল।

অন্যদিকে এখন পর্যন্ত প্রথমদিনের জন্য ভারতীয় বক্স অফিসে ‘ডাঙ্কি’র অ্যাডভান্স টিকিট বুকিং থেকে আয় হয়েছে ১০.৩৯ কোটি রুপি। এছাড়া দেশজুড়ে ‘ডাঙ্কি’র মোট ১২,৭২০টি শো দেখানো হবে বলে জানা গেছে। টিকিট বিক্রি হয়েছে ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। কারণ, তাদেরই ‘ডাঙ্কি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।

‘ডাঙ্কি’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার রাজকুমার হিরানির সাথে কাজ করলেন শাহরুখ। এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

বাংলাদেশ সময়: ১১:০৮:১৬   ৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়: স্থানীয় সরকার উপদেষ্টা
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে ফের মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
ঝিনাইদহে শীতার্তদের মাধ্যে কম্বল বিতরণ
বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে: তাজুল



আর্কাইভ