নৌকার প্রচারণায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারি » নৌকার প্রচারণায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



নৌকার প্রচারণায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শুরুতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উপকমিটি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপকমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় নেতারা। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় চিত্রনায়ক জায়েদ খান, মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা সিমলা, ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সত্যজিৎ দাস রুপো, হাসানুল জামাল খান, রেহানা পারভীন, ফিরোজ মাহমুদ টিটোসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উপকমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাবে এ কমিটি। যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেয় এজন্য লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১০:৪৯   ৩২ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ