দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর পরই নির্বাচনী গণসংযোগ ও প্রচারনায় নেমেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইমরান আহমদ।
আজ সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করা হয়।
সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ নৌকা প্রতীক পেয়েই বিকাল ৩টা থেকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের সালুটিকর বাজার, তোয়াকুল ইউনিয়নের অটোরিকশা সিএনজি স্ট্যান্ড,রুস্তুমপুর ইউনিয়নের বঙ্গবীর পয়েন্ট, লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি বাজার,গোয়াইনঘাট সদর ইউনিয়নের বাস স্ট্যান্ড,পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট ও জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর চাহিদা পূরণে সব কাজই করা হবে। এই তিন উপজেলাবাসীই আমার কাজের মূল প্রেরণা। আমি তাদের এ প্রেরণাকে সামনে রেখে অসম্পন্ন কাজ সম্পন্ন করে যেতে চাই।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। আমি তার আদর্শের উত্তরসূরি হিসাবে বাকি জীবন একইভাবে ৩ উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে কাজ শেষ করতে চাই। এ সময় তিনি সবার দোয়া ও আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, শ্রম-বিষয়ক জৈনউদ্দিন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:২২:২২ ৩৩ বার পঠিত #নির্বাচন ২০২৪