ভোটের মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভোটের মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



ভোটের মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক আসবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ সোমবার আগারগাঁও ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষকের মধ্যে ৩ জন জাপান থেকে আসবে, আর বাকি পর্যবেক্ষক হিসেবে দূতাবাস অফিসের লোক থাকবে।

এর আগে জাপানের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তারা সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে দীর্ঘ এক ঘণ্টা আলোচনা করেন।

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে একাধিকবার সিইসির সঙ্গে বৈঠক করেছে জাপান রাষ্ট্রদূত। সর্বশেষ গত ১ জুন সিইসির সঙ্গে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেগুলো জানতে চেয়েছি। সে সময় ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সিইসি জাপান রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:০১:৩৮   ৩৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে: সারজিস আলম
সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয়
সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার
ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : ড. ইউনূস
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয় : আলী রীয়াজ



আর্কাইভ