ভোটের দিন সকালেই ব্যালট পেপার সব কেন্দ্রে পৌঁছানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, ব্যালট পেপার যতটুকু সম্ভব ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই পাঠানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে কোনো সংশয় তৈরি না হয়।
তিনি বলেন, তবে যেসব হাওড় ও পাহাড়ি অঞ্চল, দুর্গম জায়গায় সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো সম্ভব নয় সেসব কেন্দ্রে রিটার্নিং অফিসার আমাদের কাছে প্রতিবেদন পাঠালে আমরা সেটি পর্যবেক্ষণ করে তা আগে পাঠানো যায় কি-না সিদ্ধান্ত নেব।
সিইসি আরও বলেন, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যালট পেপার যখন যাবে তখন অবশ্যই পলিং এজেন্টদের উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে ফেয়ারনেস নিয়ে যদি কোনো সংশয় থাকে তাহলে সেটি দূর হবে বলে আমরা আশা করি।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ব্যালট পেপার সকালে যাচ্ছে এ বিষয়ে সিইসির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এটি তো অবশ্যই পজেটিভ দিক। আমরা চেষ্টা করছি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২৫:১৩ ৩৪ বার পঠিত #নির্বাচন ২০২৪