রংপুরে জাকের পার্টির সব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রথম পাতা » ছবি গ্যালারি » রংপুরে জাকের পার্টির সব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



রংপুরে জাকের পার্টির সব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রংপুরের চারটি সংসদীয় আসন থেকে জাকের পার্টির চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন প্রার্থীরা।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জাকের পার্টির প্রার্থী ও রংপুর জেলা জাকের পার্টির সভাপতি আশরাফ উজ জামান, রংপুর-৩ (সদর) আসনে জাকের পার্টির মহিলা ফ্রন্টের সভানেত্রী আঞ্জুমান আরা লাকী, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে শামীম আহমেদ এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বেদারুল ইসলাম।

মনোনয়ন প্রত্যাহার শেষে জাকের পার্টির রংপুর জেলা সভাপতি আশরাফ উজ জামান বলেন, আমাদের কাছে মনে হয়েছে যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এ নির্বাচন ২০১৪ এবং ২০১৮ সালের মতো একটি সাজানো নির্বাচন। তাই কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা সারাদেশের মতো রংপুরের চারটি সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছি।

রংপুরের ছয়টি আসনের মধ্যে চারটিতে মনোনয়ন জমা দিয়েছিলেন জাকের পার্টির প্রার্থীরা। যাচাই-বাছাইয়ে চারজনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৮   ৩২ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক



আর্কাইভ