নির্বাচন করবেন হিরো আলম

প্রথম পাতা » ঢাকা » নির্বাচন করবেন হিরো আলম
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



নির্বাচন করবেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবেন বলে জানিয়েছিলেন বগুড়া-৪ আসনের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। নির্বাচন করবেন বলে জানান হিরো আলম।

রোরবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হিরো আলম বলেন, ‘চাপের কারণে নির্বাচনের মাঠে থাকছি এমনটা নয়। হিরো আলমের কোনো উপদেষ্টা নেই, কারো কথা শুনেও হিরো আলম নির্বাচন করেনি। অতীতেও হিরো আলম নির্বাচনী মাঠে একা ছিল এখনও একা। কারো কানকথায় প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা করিনি। আমার মনে হয়েছে এই নির্বাচন করে কোনো লাভ হবে না। এটা পাতানো নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না।’

ভোটের মাঠ আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর দখলে আখ্যা দিয়ে তিনি বলেন, সরকার ৩০০ আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। সবই তো আওয়ামী লীগের, আমজনতার আসন কোথায়?’

হিরো আলম বলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী থাকার পরও তাদের দলের স্বতন্ত্র প্রার্থীর কোনো দরকার ছিল না। আমি একটা উদাহরণ টেনে বলি, ব্যারিস্টার সুমনের যে আসন, সেখানে কিন্তু তিনি পার হবেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী হেরে যাবে। কারণ, নির্বাচনে দেখাবে সেখানে ফেয়ার নির্বাচন হয়েছে। ফল আমি আগেই বলে দিলাম।’

তিনি বলেন, ‘কথা উঠছে হিরো আলম নাকি লাখ লাখ টাকা নিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছে। আমার এলাকার মানুষজন জানতে চাচ্ছে আমি টাকা নিয়ে কেন নির্বাচন থেকে সরে যাচ্ছি। এই কথার কারণে আমি আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের মাঠে থাকছি। আমি নির্বাচন করব। আমি জিতব না এটাও আমি জানি। কারণ, গতবারও আমি জিতেছিলাম। তারা আমাকে আসন বুঝিয়ে দেয়নি। এবারও দেবে না। কারণ, হিরো আলমকে তারা মেনে নিতে পারে না৷’

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। প্রত্যাহারের কারণ জানাতেই সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৩১   ৫১ বার পঠিত   #




ঢাকা’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস



আর্কাইভ