জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরো শাণিত করার আহবান তথ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারি » জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরো শাণিত করার আহবান তথ্যমন্ত্রীর
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরো শাণিত করার আহবান তথ্যমন্ত্রীর

জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরো শাণিত করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ বিজয় দিবসের দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিজয় র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সমাজের আলোকবর্তিকার মতো। আগামী জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে দেশ কি এগিয়ে যাবে না কি বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানে পিছিয়ে যাবে। তাই সাংবাদিকদের আহবান জানাবো, জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে আপনারা কলম ধরেছেন, বক্তব্য দিচ্ছেন, এ সবই আরও শানিত হোক।’
‘আমরা যদি সবাই একযোগে এই সন্ত্রাস, নৈরাজ্য, বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলি, বাংলাদেশ থেকে এগুলো নির্মূল হতে বাধ্য’ এই প্রত্যয় ব্যক্ত করেন হাছান মাহমুদ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহ-সভাপতি মানিক লাল ঘোষ।
ডিইউজে’র যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় সংগঠনের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভুইয়া, সাজ্জাদ আলম খান তপু, ডিইউজের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সাংবাদিক অশোক দত্ত ও এম এ মজিদ র‌্যালিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩২   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন
শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ
তুরস্কের সহায়তা বাংলাদেশের উন্নয়নে গতি সঞ্চার করেছে
পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক : পরিবেশ উপদেষ্টা



আর্কাইভ