খেয়া পারাপারে বাড়তি ভাড়া আদায়ে তিনজনের সাজা

প্রথম পাতা » ছবি গ্যালারি » খেয়া পারাপারে বাড়তি ভাড়া আদায়ে তিনজনের সাজা
সোমবার, ২২ মে ২০২৩



খেয়া পারাপারে বাড়তি ভাড়া আদায়ে তিনজনের সাজা

বরগুনায় খেয়া পারাপারে বাড়তি ভাড়া আদায়ের দায়ে তিনজনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ মে) বিকেলে বরগুনার আমতলী-পুরাকাটা খেয়াঘাটে ভ্রাম্যমাণ আদালত তাদের ওই সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন খলিলুর রহমান (৫৫), শহিদুল ইসলাম (৪৭) এবং সিদ্দিকুর রহমান (৪০)। তারা সবাই আমতলী-পুরাকাটা খেয়াঘাটের ভাড়া আদায়কারী। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে।

আমতলী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরাকাটা-আমতলী খেয়াঘাটে সরকার নির্ধারিত জনপ্রতি যাত্রীর ভাড়া ২০ টাকা। সরকার নির্ধারিত এ ভাড়া উপেক্ষা করে তারা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করতেন। এ ঘটনার অভিযোগ পেয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পেয়ে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে যাত্রীদের কাছে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় তিনজনকে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয় এবং বাড়তি ভাড়া যাত্রীদের ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত তিনজনকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৫৭:৫২   ৭৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ