ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এক থানায় জিহাদিদের হামলায় কমপক্ষে ১১ পুলিশ নিহত হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেন, ‘রাস্ক শহরে পুলিশ সদরদপ্তরে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।’
তিনি আরো বলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়।
খবরে বলা হয়, সুন্নি জিহাদি জইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) গ্রুপ সেখানে এ হামলা চালানোর দাবি করেছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৭ ৬১ বার পঠিত