ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলকে ‘আরও সতর্ক’ হতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাইডেন এ মন্তব্য করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এদিন বাইডেন বলেন,
আমি চাই না ইসরাইল হামাসকে তাড়া করা বন্ধ করুক। তবে কীভাবে বেসামরিক জনগণের জীবন বাঁচানো যায় আমরা সেদিকে জোর দিতে চাই।
গাজা যুদ্ধের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকের জন্য ইসরাইল সফরে গেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। ধারণা করা হচ্ছে, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর মধ্যেই এমন মন্তব্য করলেন বাইডেন।
এর আগে, ইসরাইলের হামলায় গাজার বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেন জো বাইডেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে গিয়ে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি এ মন্তব্য করেন।
বাইডেন বলেন,
বোমা হামলায় গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে।
এছাড়া সোমবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বাইডেন বলেন,
তারা (ইসরাইল) হামাসকে নির্মূল করা না পর্যন্ত আমরা তাদের সামরিক সহায়তা দিয়ে যাব। কিন্ত আমাদের সতর্ক থাকতে হবে। তাদেরকেও (ইসরাইল) সতর্ক থাকতে হবে। রাতারাতি বিশ্ব সম্প্রদায়ের মত পাল্টে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৪৪ ৬৭ বার পঠিত