শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জানান।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে আত্মসাৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে তার পরিবারের শহীদ সদস্য, শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য ।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খয়ের, সিনিয়র সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাসসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১৩   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা



আর্কাইভ