জেলায় আজ যথাযাগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানন্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে¢ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সত্তার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমানসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৬ ৪৫ বার পঠিত