ঘন কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট গেলো কলকাতায়

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঘন কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট গেলো কলকাতায়
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



ঘন কুয়াশার কারণে ঢাকার দুই ফ্লাইট গেলো কলকাতায়

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি। পরে এ দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল আটটায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার (১১ ডিসেম্বর) রাত থেকে সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ২২ ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়।

কামরুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য ১০টি যাত্রীবাহী বিমান ও ১টি কার্গো বিমান ফ্লাইট ডাইভার্ট হয়। বিমানগুলো কলকাতা, হায়দরাবাদ, কুয়ালালামপুর, ব্যাংককসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে।

পরবর্তীতে সকাল ৮টার পর থেকে ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

অন্যদিকে প্রতিকূল আবহাওয়ায় দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটের ১১টি ফ্লাইট ছাড়তেও দেরি হয়।

প্রতি শীত মৌসুমে এয়ারলাইনসগুলো কমবেশি ফ্লাইট দেরিতে ছাড়তে বাধ্য হয় বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৫৯   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার
ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : ড. ইউনূস
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয় : আলী রীয়াজ
আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন, দণ্ডিত হলে শেখ হাসিনা পারবেন না : অ্যাটর্নি জেনারেল
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস



আর্কাইভ