ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়েছে। পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে সারা দেশে ৫৭টি বাজারে অভিযানের মাধ্যমে ১৩৩ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ শনিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিম বাজারে অভিযান পরিচালনা করে। মিরপুর-১-এ শাহ আলী মার্কেটে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা বিভাগ) মো. আব্দুস সালাম। দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে এই বাজারে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শুক্রবার থেকে পেঁয়াজের দাম বাড়াতে শুরু করেন ব্যবসায়ীরা।
আজ রাজধানীতে খুচরা পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে। ভারতীয় পেঁয়াজ কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
গত বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয় কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজি ১১০ থেকে ১২০ টাকায়।
কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বেড়ে গত শুক্রবার দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৪০ থেকে ১৬০ টাকায়। ভারতীয় পেঁয়াজ কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়।
শনিবার রাজধানীর শ্যামবাজার, রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ সময়: ২৩:৫২:২৩ ৩৭ বার পঠিত