গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচী পালন করে।
আজ শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বিজন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয় তাই সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৯:১৯   ৫৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা বিধান রঞ্জন
পুলিশের তদন্তানুযায়ী ৪ আগস্ট পরবর্তী বেশিরভাগ হামলাই রাজনৈতিক: প্রেস উইং
ফের গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন: সিইসি



আর্কাইভ