জাতিসংঘ মহাসচিবের শান্তিরক্ষা সংক্রান্ত অ্যাজেন্ডার সাতটি অগ্রাধিকারের প্রতি বাংলাদেশ সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বুধবার (৬ ডিসেম্বর) ঘানার আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্ল্যানারিতে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নীতিগত অবস্থান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশিত বৈদেশিক নীতিতে নিহিত, যা পথপ্রদর্শকের ভূমিকা রাখে। এই অবস্থানটি ধারাবাহিকভাবে আমাদেরকে শান্তির সংস্কৃতির প্রচার, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান এবং শান্তি বিনির্মাণে সহায়তাসহ জাতিসংঘের শান্তি প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বাধ্য করে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী আক্রায় হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জার্তোর সঙ্গে বৈঠক করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ২২:১৪:৫২ ৪৬ বার পঠিত