পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের রয়েছে আকর্ষণীয় সাফল্যের গল্প।
আজ বুধবার (৬ ডিসেম্বর) ঘানার আক্রায় জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় শান্তিরক্ষা মিশনে বিশেষ করে ঊর্ধ্বতন পদগুলোতে আরো বেশি নারীদের পাঠানোর বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব।
ঘানার আক্রায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হিসেবে ঘানায় সফর করছেন পররাষ্ট্র সচিব।
বাংলাদেশ সময়: ২২:০৭:৩২ ৪২ বার পঠিত