এই নৌকা শেখ হাসিনার, এর বাইরে কাজের সুযোগ নেই: কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » এই নৌকা শেখ হাসিনার, এর বাইরে কাজের সুযোগ নেই: কৃষিমন্ত্রী
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



এই নৌকা শেখ হাসিনার, এর বাইরে কাজের সুযোগ নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দলের আদর্শ যারা মেনে চলেন তাদের অবশ্যই দলের প্রার্থী নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকা হক ভাসানীর নৌকা; এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা; এই নৌকা আওয়ামী লীগের নৌকা; এই নৌকা শেখ হাসিনার নৌকা। নৌকার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের এক সভায় যোগদিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের বাইরে যারা নির্বাচন করছেন তারা অবশ্যই বিদ্রোহী প্রার্থী। আমি মনে করি দলের কোনো কর্মী, কোনো নেতার নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। দলের নেতাকর্মীকে অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। এটা আদর্শের কমিটমেন্ট। এখানে কে কোথায় দাঁড়ালো এটা বড় নয়। প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে হয়তো বলেছেন প্রতিযোগিতার জন্য। কিন্তু তিনি বলেন নাই, নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী অন্য দলের বা অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন।

সামনের দিনে কীভাবে অর্থনীতিকে পুনরুদ্ধার করবো আবার আগের ধারায় শক্তিশালী করবো সেটি বিবেচনা রেখে নির্বাচনে যাচ্ছি জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দলের বর্ধিত সভায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করবো। দলের পক্ষ থেকে যে মনোনয়ন দেয়া হয়েছে নৌকা মার্কায় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী নির্বাচনের কৌশল কি হবে তা বাস্তবায়নের আলোচনা হবে।

তিনি আরও বলেন, কৃষিসহ সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই। উন্নয়নের মহাসড়কে আছি। নির্বাচনের ইশতিহারে নতুন চমক আছে সেটি জাতির সামনে প্রধানমন্ত্রী তুলে ধরবেন। জাতিকে নৌকার পক্ষে ভোট দেয়ার কথাও জানান তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৩৫   ৫৪ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা
শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি শিক্ষা উপদেষ্টার আহ্বান
নতুন করে সবাইকে নিয়ে চলার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ



আর্কাইভ