আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় মধুখালী প্রেসক্লাবে সাধারন সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়া।
মতবিনিময় সভায় এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। সে লক্ষে ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গায় তৃনমূল পর্যায়ের সকলের সাথে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান। মনোনয়ন প্রত্যাশী মুসা মিয়ার কাছে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহজাহান হেলাল, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন পলাশ, দপ্তর মফিজুর রহমান মুবিন বিভিন্ন প্রশ্ন করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে নেত্রী আমার বিষয়টা বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন।
এ সময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসরাফিল মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক আহাদুল হাসান,মোঃ মাসুদুর রহমান,মোঃ কামাল আহম্মেদ,মজনু মিয়া,আঃ মান্নান মোল্যা,জাফর বিশ্বাস,মোঃ মজিবর রহমান,বাকের ইদ্রিস প্রমূখ।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৬ ৬৮ বার পঠিত