পঞ্চগড়ে এক আসনেই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম পাতা » ছবি গ্যালারি » পঞ্চগড়ে এক আসনেই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



পঞ্চগড়ে এক আসনেই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় ও মুক্তিজোটের আব্দুল মজিদ। তবে পঞ্চগড়-২ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র সঠিক রয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় সই না থাকাসহ একাধিক কারণে ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে ১১ জন ও পঞ্চগড়-২ আসনে প্রার্থী রয়েছেন পাঁচজন।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসক ও রির্টানিং কার্যালয়ে নিজ নিজ দলের প্রার্থীরা এসে মনোনয়নপত্র দাখিল করেন। এতে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ১৫ জন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজনসহ মোট ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, পঞ্চগড়-১ আসনে ১৫ জন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি ও অসঙ্গতি থাকায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:০৬   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস



আর্কাইভ