নিকোলাস পুরান-কোহলার ক্যাডমারের ঝড়ো ওপেনিং জুটির পর আন্দ্রে ফ্লেচারের তাণ্ডবে বেশ বড় সংগ্রহ পায় ডেকান গ্ল্যাডিয়েটরস। সেটা তাড়া করতে নেমে লড়াইও করতে পারেনি টিম আবু ধাবি। এদিন টানা তৃতীয় জয় তুলে নিলো ডেকান। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।
গতকাল দুবাইয়ে টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১৪১ রান করে ডেকান। জবাবে ৫ উইকেট হারিয়ে ৭৮ রানে থামে আবু ধাবির ইনিংস।
এদিন ডেকানের দেওয়া ১৪২ রান তাড়া করতে নেমে ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আবু ধাবি। এরপর লিউজ ডি পোলয় আর কলিন ইনগ্রাম ক্যামিও খেললেও জয়ের জন্য যথেষ্ট হয়নি। লিউস ১৮ বলে ২৫ আর ইনগ্রাম করেন ১০ বলে ১৯ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে ২ উইকেট হারায় ডেকান। এরপর ৭৯ রানের জুটি গড়েন ক্যাডমারে ও ফ্লেচার। মাত্র ১২ বলে ৫ ছক্কা ও ১ চারে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফ্লেচার। আর ক্যাডমারের ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৫ রান। এছাড়া ১৭ বলে ৩০ রান আসে পুরানের ব্যাট থেকে।
বাংলাদেশ সময়: ১৬:০৯:১৫ ৬২ বার পঠিত