দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে সিরাজগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। প্রথম দিনে তিনটি আসনে মোট ২৩ প্রার্থীর ১৩টি বৈধ ও ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় তিনটি আসনের প্রার্থী ও তাদের প্রস্তাবক এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
বাছাইয়ে সিরাজগঞ্জ-১ আসনে সাতজন প্রার্থীর মধ্যে দুইজন, সিরাজগঞ্জ-২ আসনে পাঁচজনের মধ্যে একজন এবং সিরাজগঞ্জ-৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল বাকী তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:০৬:১৯ ৫৯ বার পঠিত #নির্বাচন ২০২৪