রেমিট‌্যান্স যোদ্ধাদের সার্বিক সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে হবে- ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারি » রেমিট‌্যান্স যোদ্ধাদের সার্বিক সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে হবে- ডেপুটি স্পীকার
শনিবার, ২০ মে ২০২৩



রেমিট‌্যান্স যোদ্ধাদের সার্বিক সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে হবে- ডেপুটি স্পীকার

নিজস্ব সংবাদদাতা :  বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, করোনাকালীন ও পরবর্তী সময়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ফলে বাংলাদেশের অর্থনীতি কখনোই মুখ থুবড়ে পড়েনি। এ সময় অনেক উন্নত দেশেও অর্থনৈতিক দুর্যোগ দেখা গিয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের জন‌্য আরও ভালো অবস্থান তৈরি করতে বর্তমান সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দিচ্ছে। তাঁদের কল‌্যাণে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোন অজুহাতেই কোন রেমিটেন্স যোদ্ধাকে বঞ্চিত রাখা যাবে না, তাঁদের সার্বিক সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

আজ (শনিবার) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে পার্লামেন্টারি ককাসের সামগ্রিক সহযোগিতায় ও ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, দ‌্য সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও হেলভেটাস বাংলাদেশ এর উদ‌্যোগে আয়োজিত “অভিবাসী সম্প্রদায়ের কল‌্যাণ ও অধিকার বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট জাতীয় পরামর্শ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি, শামীম হায়দার পাটোয়ারী, আহসান আদেলুর রহমান, তানভীর শাকিল জয়, মোস্তাফিজুর রহমান, রানা মোহাম্মদ সোহেল, কাজিমুদ্দিন আহমেদ, আরমা দত্ত, খোদেজা নাসরিন আক্তার হোসেন, তামান্না নুসরাত (বুবলী), আদিবা আনজুম মিতা, জাকিয়া তাবাস্সুম, রওশন আরা মান্নান এবং সাবেক সংসদ সদস্য কামরুন নাহার, রুকসানা ইয়াসমিন ছুটি ও নাভানা আক্তার অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় কেউ পিছনে পড়ে থাকতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ‌্যে প্রতিটি হাতকে কাজে লাগাতে চান। যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। কারিগরি শিক্ষা ও প্রায়োগিক দক্ষতা অর্জনের মধ‌্য দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। ২০৪১ সালের মাঝে উন্নত দেশ গড়তে আমাদের বিপুল সংখ‌্যক জনগোষ্ঠীকে বেকারমুক্ত করে সম্পদে পরিণত করতে হবে। আমাদের জনসংখ‌্যা বোঝা নয়, এগুলো সম্পদ। আর এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা অর্জন করতে হবে।

মোঃ শামসুল হক টুকু বলেন, একটি সেক্টরকে আরেকটি সেক্টরের প্রতিদ্বন্দ্বী ভাবা উচিৎ হবে না। সব সেক্টরকে নিয়েই দেশ এগিয়ে যাবে। সবার জন‌্য সুষম বাজেট বরাদ্দ রাখতে হবে। স্বল্পকালীন, মধ‌্যকালীন ও দীর্ঘমেয়াদী প্রয়োজন বিবেচনা করে এবং অগ্রাধিকার নির্ধারন করে বাজেট নির্ধারন করতে হবে।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ‘বৃহত্তর অভিবাসী সম্প্রদায়ের কল‌্যাণ ও অধিকার বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট’ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব কাজী আবুল কালাম ‘মন্ত্রণালয়ের বাজেট তৈরির অভ‌্যন্তরীন প্রক্রিয়া এবং বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সুপারিশসমূহ একীভূত করার সুযোগ’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভায় হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক মোঃ আবুল বাশার, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম‌্যান সৈয়দ সাইফুল হক, সাংবাদিক জামিল মাহমুদসহ বায়রা, সিপিডি, হেলভেটাস বাংলাদেশের গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৪২   ১৬৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ