মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

প্রথম পাতা » ছবি গ্যালারি » মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ আসনে জামিনদার হিসাবে ঋণ খেলাপীর কারণে মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য ও বিকল্পধারার ভাইস চেয়ারম্যান।

রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ ঘোষণা দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ে আরও দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

প্রস্তাবকারী নির্বাচনী এলাকার ভোটার না হওয়ার কারণে বিএনএম প্রার্থী মোহাম্মদ ফরিদ হোসেন ও স্বতন্ত্র হিসাবে এক শতাংশ সমর্থনের ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারওয়ার কবিরের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এই আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে নৌকার মহিউদ্দিন আহমেদ ও তৃণমূল বিএনপির অন্তরা সেলিমা হুদাসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৪৮   ৪২ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ